জ. ই. আকাশ, হরিরামপুর (মানিকগঞ্জ) থেকে :
আসন্ন ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে মানিকগঞ্জের হরিরামপুরের অন্যতম পদ্মা অধ্যুষিত দুর্গম চরাঞ্চল আজিমনগর ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
৩১ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১১টার দিকে ইউনিয়নের জালালদি গ্রামে গঠিত সংঘর্ষে এই ইউনিয়নের সরকার দলীয় বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ মোঃ বিল্লাল হোসেনের সমর্থক ১০ জন এবং স্বতন্ত্র প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোটরসাইকেল প্রতীকের আরব আলীর সমর্থক ৫ জন আহত হয়েছে বলে জানা যায়।
আহতদের মধ্যে বিল্লাল সমর্থকদের ২ জনকে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং বাকি ৭ জনকে গুরুতর আহত হওয়ায় মানিকগঞ্জ সদরে পাঠানো হয়।
অপর দিকে আরব আলী সমর্থক ৫ জনকেই অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে সরকার দলীয় প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন মুঠোফোনে জানান,” আমার সমর্থকেরা দুপুরে নির্বাচনী প্রচার প্রচারণা করতে গেলে প্রায় ৬০/৭০ জন বহিরাগত সন্ত্রাসী ভাড়া করে এনে আমার সমর্থকদের উপর অতর্কিত হামলা করে আরব আলীর সমর্থকেরা। হামলায় আমার ১০জন সমর্থক গুরুতর আহত হন।” স্বতন্ত্র প্রার্থী আরব আলী মুঠোফোনে জানান, “গত কয়েকদিনে আমার সমর্থকদের বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে আসছিল বিল্লাল বাহিনী। আজ দুপুরের দিকে আমার সমর্থকেরা ভোটারদের বাড়িতে নির্বাচনী প্রচারণায় গেলে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে ৫জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে।” এ বিষয়ে হরিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডাঃ লিটন জানান, “দুপুরের দিকে ১০ জন আহত রোগী এবং বিকেলের দিকে আরো ৫ জনসহ মোট ১৫ জন চিকিৎসা নিতে আসছিল। এর মধ্যে ২ জনকে এখানে ভর্তি করা হয়। বাকি একজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়। বাকিদের আশংকাজনক হওয়ায় মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।” এ ব্যাপারে হরিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, “এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।” উল্লেখ্য, নির্বাচনী সহিংসতা এড়াতে গত এক সপ্তাহ ধরে চরাঞ্চলের তিনটি ইউনিয়নে বিশেষ পুলিশ ক্যাম্প করা হয়।