জ. ই. আকাশ, হরিরামপুর (মানিকগঞ্জ) থেকে : ২২ ডিসেম্বর ২০২১ মানিকগঞ্জের হরিরামপুরে ইস্টার্ন ইউনিভার্সিটি সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে উপজেলার হতদরিদ্র ও অসহায় শীতার্থদের মাঝে প্রায় ১০০০ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
২২ ডিসেম্বর (বুধবার) গোপীনাথপুর ইউনিয়নের বাহাদুরপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে পায়রা ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম। এছাড়া আরও উপস্থিত ছিলেন, হরিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মানিকুজ্জামান, স্যোশাল ওয়েলফেয়ার ক্লাবের কো-অরডিনেটর ও সহযোগি অধ্যাপক ড. শারমিন ইসলাম ও এক্সিকিউটিভ কমিটির সদস্যগণ।
উল্লেখ্য, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে দেশের বিভিন্ন স্থানে ক্লাবটির পক্ষ থেকে অসহায় ও দুঃস্থ মানুষদের সার্বিক সহযোগিতা করা হয় বলেও ক্লাবটির কর্মকর্তারা জানান।