জ. ই. আকাশ, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি :
মানিকগঞ্জের হরিরামপুরের দুর্গম চরাঞ্চলের ১১নং সুতালড়ী ইউনিয়নের উপনির্বাচনে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হলেন সরকার দলীয় প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা গোলজার হোসেন বাচ্চু।
২ নভেম্বর (বুধবার) অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ এবং শান্তিপূর্ণভাবে সকাল ৮টা থেকে বিকেলম৪ পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ৬৮৩ ভোট পেয়ে নির্বাচিত হন বীরমুক্তিযোদ্ধা গোলজার হোসেন বাচ্চু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি পন্থি স্বতন্ত্র প্রার্থী আব্দুল হক মোল্লা পান ৪৭৫ ভোট। নির্বাচনে ১৫৪৭ জন ভোটার উপস্থিত হয়ে ভোট প্রদান করেন।
তবে দুর্গম চরাঞ্চল হওয়ায় বিভিন্ন স্থানে ভোটার ছড়িয়ে ছিটিয়ে থাকায় উপস্থিতির হার আশানুরূপ কম। উপজেলা সদর থেকে এ অঞ্চলের দূরত্ব প্রায় ৬ কিলোমিটার হলেও জেলার সিঙ্গাইর, সাটুরিয়া, সদর উপজেলাসহ ঢাকা জেলার সাভার ও পার্শ্ববর্তী জেলা গাজীপুর থেকেও ভোটারগণ ভোট দিতে আসছেন বলে জানা গেছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ গোলাম রাশেদ বলেন, “অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ এবং শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সর্বাচ্চ ৬৮৩ ভোট পেয়ে বীরমুক্তিযোদ্ধা গোলজার হোসেন বাচ্চু বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হন।”
উল্লেখ্য, গত ৮ জুন সুতালড়ি ইউনিয়ন পরিষদের
সরকার দলীয় চেয়ারম্যান আব্দুস সালাম মারা গেলে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন অফিস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *