জ. ই. আকাশ, হরিরামপুর (মানিকগঞ্জ) থেকে :
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার রামকৃষ্ণপুর এম এ জলিল উচ্চ বিদ্যালয় উচ্চ বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের মাঝে সামাজিক বিভিন্ন অসংগতি ও অপরাধমূলক বিষয়ে ক্লাস নিলেন হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম ও পুলিশ পরিদর্শক মো. তৌহিদুল ইসলাম।
আজ ২ নভেম্বর (মঙ্গলবার) সকাল ১১ টায় বিদ্যালয়ে বিভিন্ন শ্রেণীতে ছাত্র-ছাত্রীদের ক্লাস নেন। এ সময় ক্লাসে ছাত্র ছাত্রীদের মাঝে সমসাময়িক বিষয়সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড নিয়ে সচেতনতামূলক বক্তব্য রাখেন। এছাড়াও ছাত্র-ছাত্রীদেরকে সাইবার ক্রাইম, ইভটিজিং, মাদক ও বাল্যবিবাহসহ সমাজের নানারকম অপরাধের ওপর বিশদ আলোচনা করেন। এর আগে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম ও পুলিশ পরিদর্শক মো. তৌহিদুল ইসলামকে ফুলেল শুভেচছা জানান বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি সোহরাব হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবুল বাশার সবুজ, প্রধান শিক্ষক আসলাম হোসেন ও অন্যান্য শিক্ষক -শিক্ষিকাবৃন্দ।
No description available.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *