মানিকগঞ্জ প্রতিনিধি :

মানিকগঞ্জের হরিরামপুরের বাল্লা ইউনিয়নের ঝিটকা উজানপাড়া থেকে ৫জন জিআর আসামী গ্রেফতার করেছে থানা পুলিশ। গত সোমবার মধ্য রাতে হরিরামপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের স্ব স্ব বাড়ি গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীরা হলেন, ঝিটকা উজানপাড়া গ্রামের মৃত : আব্দুল আলির ছেলে রহম দেওয়ান (৫৪), রহম দেওয়াবের ২য় স্ত্রী বিথি আক্তার, রহম দেওয়ানের জানাতা বাকিপুর গ্রামের আজমত খানের ছেলে শাহিন খান ওরফে মঙ্গল, শাহিন খান ওরফে মঙ্গলের স্ত্রী লাভলি আক্তার ও কালুই গ্রসমের গেন্দু মিয়ার ছেলে আকবর আলি। হরিরামপুর থানা ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, হরিরামপুর থানা এএসআই মাসুদুর রহমানের নেতৃত্বে সোমবার রাতে উপজেলার ঝিটকা উজান পাড়া থেকে জিআরের ৫ আসামি গ্রেফতার করা হয়েছে। আসামিদের মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, রহম দেওয়ানের প্রথম স্ত্রী নাজমা আক্তারের দায়ের কৃত জিআর মামলার ওয়ারেন্ট হয় তাদের বিরুদ্ধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *