হরিরামপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূকে হত্যার চেষ্টা
জ. ই. আকাশ, হরিরামপুর (মানিকগঞ্জ) থেকে :
মানিকগঞ্জের হরিরামপুরে গলায় ওড়না পেচিয়ে ফাঁস দিয়ে মোসা. সালমা আক্তার (২১) নামের এক গৃহবধূকে তার স্বামী মো. রিপন হোসেন (৩১) হত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বাল্লা ইউনিয়নের বাস্তা গ্রামে। ওই গৃহবধূ সাভার উপজেলার বক্তারপুর গ্রামের আব্দুস ছালামের মেয়ে। স্বামী রিপন হোসেন বাস্তা গ্রামের মৃত শের আলীর ছেলে।
এ ব্যাপারে হরিরামপুর থানায় গত ১৪ জানুয়ারি শুক্রবার সকাল ৮টার দিকে ওই গৃহবধূ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত) ১১(গ) তৎসহ ৩০৭ পেনাল কোড ১৮৬০ ধারায় মামলা করেন। ওই দিনই মামলা রুজু হওয়ার ৩ ঘন্টার মধ্যেই আসামী রিপন হোসেনকে গ্রেফতার করে আদালতে সোর্পদ করে হরিরামপুর থানা পুলিশ।
মামলার এজাহার সূত্র জানা যায়, প্রায় ১ বছর পূর্বে পারিবারিকভাবেই বিয়ে হয় সালমা রিপন দম্পতির। বিয়ের সময় সালমার বাবা আব্দুস ছালাম যৌতুক হিসেবে নগদ ২ লক্ষ টাকা ও ২ ভরি ওজনের স্বর্ণালঙ্কার দেন। কিন্তু বিয়ের কিছুদিন যেতে না যেতেই আবার ৩ লক্ষ টাকার দাবি করেন স্বামী রিপন। টাকা না আনায় মাঝে মাঝেই স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন করত। এরই ধারাবাহিকতায় গত ৮ জানুয়ারি সকাল ৮ দিকে বাবার বাড়ি থেকে যৌতুক বাবদ আবারও টাকা আনার কথা বললে রাজি না হওয়ায় স্ত্রী সালমাকে মারধরসহ লীলাফোলা জখম করে। এক পর্যায়ে স্ত্রীর গায়ের ওড়না গলায় পেচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যার চেষ্টা করে। চিৎকারবিল শব্দ পেয়ে প্রতিবেশীরা এগিয়ে এসে মুমূর্ষু অবস্থায় তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে হরিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম ঘটনার সত্যতস নিশ্চিত করে জানান, “গলায় ওড়না পেচিয়ে স্ত্রীকে হত্যার চেষ্টা করায় স্বামী রিপন হোসেনের নামে মামলা রুজু হওয়ার তিন ঘণ্টার মধ্যেই তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।”