জ. ই. আকাশ, হরিরামপুর (মানিকগঞ্জ) থেকে :
মাদকের কড়াল ছোবল থেকে সন্তানদের দূরে রাখতে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ।
১৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দুপুরে মানিকগঞ্জের হরিরামপুরের আন্ধারমানিক গ্রামে আমার বাড়ি আমার খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংকের উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “আপনাদের ছেলেমেয়েদের খোঁজ রাখতে হবে। মাদক থেকে দূরে রাখতে হবে। মেয়েদের বাল্য বিবাহ দেয়া যাবেনা। সরকার আপনাদের সহায়তা দেয়া অব্যাহত রাখবে। ছেলেদের মাদকে আসক্তি বাড়ছে। কারাগারে মাদক মামলার আসামীই বেশি। ছেলেরা কার সাথে বন্ধুত্ব করছে, কোথায় যাচ্ছে অভিভাবকদের খেয়াল রাখতে হবে।” এর আগের সকালে উপজেলার বয়ড়া ইউনিয়নের খালপাড় বয়ড়া এলাকায় অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থ্যান কর্মসূচি (ইজিপিপি) আওতায় রাস্তার কাজ পরিদর্শন করেন। এ সময় দিনমজুরদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে দুপুরে উপজেলা চত্বরের পাশে প্রতিবন্ধীদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়। এ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান উপস্থিত ছিলেন। এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা প্রশাসকের সফরসঙ্গী নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মানিকুজ্জামান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবুল বাশার সবুজ প্রমুখ।