
- জ. ই. আকাশ, হরিরামপুর (মানিকগঞ্জ) থেকে :
“নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখেই মানিকগঞ্জের হরিরামপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২১ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে জয়িতাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক দেওয়ান সাইদুর রহমান।
অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় থেকে “জয়িতা অন্বেষনে বাংলাদেশ শীর্ষক” কার্যক্রমের ৫টি ক্যাটাগরীর ভিত্তিতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান করা হয়। এতে “সফল জননী নারী” ক্যাটাগরীতে বয়ড়া ইউনিয়নের মঙ্গল চন্দ্র সরকারের স্ত্রী রেবা সরকার, “সমাজে উন্নয়নে অসামান্য অবদানে” গালা ইউনিয়নের মজিদ খানের স্ত্রী সুফিয়া বেগম, “শিক্ষা ও চাকরির ক্ষেত্রে অসামান্য অবদানে” রফিকুল ইসলাম বাবুলের স্ত্রী সেলিনা আক্তার ও “নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে ঘুরে দাঁড়ায়েছেন” এতে সাইদ বিশ্বাসের স্ত্রী ময়ুরী বেগম
। “অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী” হিসেবে চালা ইউনিয়নের কমলেশ চৌধুরীর স্ত্রী রিতা চৌধুরীসহ ৫ জনকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাপসী রাবেয়া, কৃষি কর্মকর্তা আব্দুল গফফার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মানিকুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজিম খান, সাবেক ভাইস চেয়ারম্যান আবুল বাশার সবুজসহ উপজেলার অন্যান্য দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মালা বড়াল।