হরিরামপুরে টানা তৃতীয়বারের নির্বাচিত চেয়ারম্যান গ্রেফতার

জ. ই. আকাশ, হরিরামপুর (মানিকগঞ্জ) থেকে :

মানিকগঞ্জের হরিরামপুরের গালা ইউনিয়নের টানা তিনবারের মতো নির্বাচিত চেয়ারম্যান মো. শফিক বিশ্বাস গ্রেফতার হয়েছেন। ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে গালা ইউনিয়নের আ’লীগ মনোনীত নৌকা প্রতীক প্রার্থী রাজিবুল হাসান রাজিবের দায়ের করা মামলায় ১২ জানুয়ারি বিকেলে উপজেলার ঝিটকা বাজার থেকে তাকে গ্রেফতার করে হরিরামপুর থানা পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২ জানুয়ারি দিবাগত মধ্য রাতে আ’ লীগ মনোনীত গালা ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী রাজিবুল হাসান রাজিবের নির্বাচনী প্রচারণায় বিঘ্ন ঘটানো, নানা ধরনের ষড়যন্ত্র ও আধিপত্য বিস্তারের লক্ষে পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র দিয়ে ২টি ক্যাম্পে ব্যানার, ফেস্টুন, চেয়ার এবং মাননীয় প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের অভিযোগে শফিক বিশ্বাসকে প্রধান আসামী করে মোট ৫০ জনের নামে গত ৩ জানুয়ারি হরিরামপুর থানায় ১৪৩/৪৪৮/৩২৩/৪৩৫/৪২৭/৫০৬/১১৪ তৎসহ বিস্ফোরক আইনে ৩/৪ ধারায় মামলা রুজু হয়। মামলা নং ০৩।

এ বিষয়ে হরিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, ” গত ৩ জানুয়ারি রুজুকৃত মামলায় শফিক বিশ্বাসকে গ্রেফতার করা হয়। আগামীকাল সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে।”

উল্লেখ্য, ৫ ম ধাপে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে জয়লাভের মধ্য দিয়ে তিনি টানা তৃতীয়বারের মতো গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে জয় লাভ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *