নিজস্ব প্রতিবেদক :

মানিকগঞ্জের হরিরামপুরের সরকারি বিচাপতি নুরুল ইসলাম মহাবিদ্যালয় মিলানায়তনে ডিজিটাল অপরাধ প্রতিরোধে মহাবিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের নিয়ে সচেতনতামুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আচ ১৩ নভেম্বর (শনিবার) সকাল ১১টায় অনুষ্ঠিতব্য আলোচনা সভার শুরুতেই এই মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বিচারপতি নূরুল ইসলাম ও প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সেলিমুজ্জামান খানসহ প্রয়াত সকল শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র- ছাত্রীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।

আলোচনা সভায় ছাত্র-ছাত্রীদের মাঝে সমসাময়িক বিষয়সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড নিয়ে সচেতনতামূলক বক্তব্য রাখেন, হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম। তিনি ছাত্র-ছাত্রীদেরকে সাইবার ক্রাইম, কিশোর গ্যাং, ইভটিজিং, মাদক ও বাল্যবিবাহসহ সমাজের নানারকম অপরাধের ওপর বিশদ আলোচনা করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সরকারি বিচারপতি নূরুল ইসলাম মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্বাশত কুমার শীল, হরিরামপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবুল বাশার সবুজসহ অন্যান্য শিক্ষক -শিক্ষিকামন্ডলী ও বিভিন্ন শ্রেণী ও বর্ষের ছাত্র-ছাত্রী বৃন্দ। আলোচনা সভা শেষে মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বিচারপতি নূরুল ইসলাম এঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *