হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি :

মানিকগঞ্জের হরিরামপুরে ডেঙ্গু জৃরে আক্রান্ত হয়ে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী নুসরাত জাহান (০৯) এর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। সে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ছোট বাহাদুরপুর গ্রামের দেলোয়ার আকন্দের ছোট মেয়ে। নুসরাত গোপীনাথপুর ভাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
জানা যায়, গত মঙ্গলবার থেকে জ্বরে আক্রান্ত হয় নুসরাত। ৩ দিনেও জ্বর না কমায় ২১ অক্টোবর শুক্রবার উপজেলার ঝিটকা বাজারের আবির মেডিকেল সেন্টারে তাকে নিয়ে আসে। চিকিৎসক পরীক্ষা করলে ডেঙ্গু জ্বর ধরা পরে। ওই দিনই তাকে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। পরের দিন শনিবার অবস্থা আরও অবনতি দেখা দিলে ওই দিনই ঢাকা নিয়ে যাওয়ার পথেই রাত ১১ টায় সে মারা যায়।

গোপীনাথপুর ভাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল গফ্ফার জানান, “ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আমাদের এক শিক্ষসর্থীর মৃত্যু হয়েছে। এতে করে বিদ্যালয়সহ এলাকায় শোকের ছায়া নেনে এসেছে।”
হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আরএমও ডাক্তার মো.শামীম মিয়া জানান, “দেশে এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর প্রতিদিনই গণমাধ্যমে আসছে। গত ১ মাসে এ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও বেড়েছে ডেঙ্গু উপসর্গের রোগীর সংখ্যা। তাই সবাইকে সতর্ক হতে হবে। বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *