ডেক্স রির্পোট,
হরিরামপুরের ঝিটকা আনন্দমোহন উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদের নির্বাচনকে কেন্দ্র করে দুই অভিভাবক সদস্যকে মারধরের ঘটনায় হরিরামপুর উপজেলা ভাইস চেয়ারম্যান আজিম খান, ছাত্রলীগ জেলা ছাত্রলীগের সম্পাদক রাজেদুল ইসলাম, যুবলীগের নেতাসহ ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০-২৫ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের হয়েছে।
বুধবার দুপুরে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আদালতে মামলাটি করেন ভুক্তভোগী অভিভাবক সদস্য মো. মহিউদ্দিন খান। আদালতের বিচারক জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম সরোয়ার মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশন দেন। দ্রুত সময়ের মধ্যে মামলার তদন্তের প্রতিবেদন আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। গত ২৪ জুলাই বিকাল তিনটার দিকে এই মারধরের ঘটনা ঘটেছিল। মামলায় অন্যতম আসামিরা হলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আজিম খান, জেলা ছাত্রলীগের সম্পাদক রাজেদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. লুৎফর রহমান, সম্পাদক কামরুল হাসান ওরফে ফিরোজ, উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সহসভাপতি সেলিম মোল্লা ও যুবলীগ নেতা ফরিদ মোল্লা।