জ. ই. আকাশ, হরিরামপুর (মানিকগঞ্জ) থেকে :
ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে মানিকগঞ্জের হরিরামপুরের ২নং গালা ইউনিয়নে ক্ষমতাসীন আ’ লীগ মনোনীত নৌকা প্রতীকের পরাজিত প্রার্থী রাজিবুল হাসান রাজিবের নির্বাচনী ক্যাম্প ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় টানা তিনবারের নির্বাচিত চেয়ারম্যান শফিক বিশ্বাসকে আদালত কারাগারে প্রেরণ করেছে বলে জানা যায়।
গত ১২ জানুয়ারি (বুধবার) বিকেলে উপজেলার ঝিটকা বাজার থেকে হরিরামপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে পরের দিন বৃহস্পতিবার সকালে আদালতে পাঠায়। আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করে।
এ ব্যাপারে হরিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম বলেন, গত ৩ জানুয়ারির একটি মামলার প্রেক্ষিতে ইউপি চেয়ারম্যান শফিক বিশ্বাসকে গ্রেফতার করা হয়। আসামীকে ৭ দিনের রিমান্ড আবেদনে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, গত পাঁচ জানুয়ারি অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি পন্থি স্বতন্ত্র প্রার্থী হিসেবে শফিক বিশ্বাস ৫৪০৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আ’ লীগ মনোনীত নৌকা প্রতীকে রাজিবুল হাসান রাজিব পান ২৯৯৮ ভোট। এই জয়ের মধ্য দিয়ে টানা তৃতীয় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন শফিক বিশ্বাস। তিনি উপজেলার গালা ইউনিয়নের সোনাকান্দা গ্রামের ঐতিহ্যবাহী তৎকালীন মন্ত্রী পরিবারের সদস্য এবং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত শহীদ বিশ্বাসের বড় ছেলে।