
মানিকগঞ্জ সংবাদদাতাঃ ২৬ মার্চ
পাওয়ার টিলার উল্টে গিয়ে মানিকগঞ্জের হরিরামপুরে ড্রাইভার ও সহযোগি নিহত হয়েছে। শুক্রবার দিবাগত রাতের
কোন একসময় হরিরামপুর উপজেলার চরাঞ্চলের আজিমনগর ইউনিয়নের সোয়াখা গুচ্ছ গ্রামের পাশে জমি চাষ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন হরিরামপুর উপজেলার এনায়েতপুর গ্রামের মানিকের ছেলে মোঃ রুস্তম (২১) ও তার সহযোগি ফরিদপুর জেলার শালেপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ আশাফুল (২০)।
দুজন নিহতের তথ্য নিশ্চিত করেছে আজিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন।
স্থানীয় এনায়েতপুর গ্রামের মোঃ নাসির উদ্দিন জানান আজিমনগর ইউনিয়নের সোয়াখা গুচ্ছ গ্রাম প্রকল্পের মাথায় সোয়াখা খালে ট্রাক্টর চালক ও সহযোগী চাপা পড়ে ছিল। পরে স্থানীয়রা হরিরামপুর থানা পুলিশকে খবর দেন।
চরাঞ্চলের আজিমনগর ইউনিয়নের সোয়াখা এলাকায় ট্রাক্টর দুর্ঘটনায় দুজন নিহতর বিষয়টি হরিরামপুর থানা ওসি সৈয়দ মিজানুর ইসলাম নিশ্চিত করে বলেন শুক্রবার রাতের কোন একসময় ঘুমের মধ্যে চালাতে গিয়ে (পাওয়ার টিলার) ট্রাক্টরসহ সোয়াখা (মরা খাল) খালে ট্রাক্টরের নিচে চাপা পড়ে দুজন মারা যায়।