মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের হরিরামপুরে পৃথক দুর্ঘটনায় দুজন নিহতের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যার দিকে উপজেলার বাল্লা ইউনিয়নের মাচাইন বাজারে ওয়ার্কশপের গ্র্যান্ডিং মেশিনের প্লেটের আঘাতে আসলাম (৩৫) নামের একজন এবং বাস্তা নাউডুবি এলাকায় মোটর সাইকেল দুর্ঘটনায় মিরাজ (১৭) নামের আরেকজন নিহতের ঘটনা ঘটেছে। হরিরামপুর থানা ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, হরিরামপুর উপজেলার বাল্লা ইউনিয়নের মাচাইন বাজারে ফরিদের ওয়ার্কশপে তার ছেলে সাগর গ্র্যান্ডিং মেশিন দিয়ে কাজ করতে ছিল। এসময় ওই ওয়ার্কশপে পাম্প ঠিক করাতে এসেছিল আসলাম। মোবিলের ড্রামে কাজ করার সময় গ্রান্ডিং মেশিনের প্লেট বা ডিস্ক গিয়ে আসলামের মাথায় লাগে। ওই সময় আসলাম মারা যায় বলে জানতে পেরেছি। গ্র্যান্ডিং মেশিনের প্লেটের আঘাতে নিহত আসলাম বাল্লা ইউনিয়নের জগৎবেড় এলাকার মৃত হেলাল উদ্দিনের ছেলে। অপরদিকে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত মিরাজ শরফদিনগর এলাকার রহমানের ছেলে। বাস্তা নাউডুবি এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে সে নিহত হয়েছে। দুটো ঘটনায় ফোর্স পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *