হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি :
মানিকগঞ্জের হরিরামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৬ অক্টোবর (শনিবার) সকালে উপজেলার আন্ধারমানিক সাবেক মন্ত্রী প্রয়াত হারুনার রশীদ খান মুন্নুর বাস ভবনে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই সাবেক মন্ত্রী প্রয়াত হারুণার রশীদ খান মুন্নুর স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
জানা যায়, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার সার্বিক দিক নির্দেশনায় হরিরামপুর রক্ষায় পদ্মার ভাঙন রোধে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয় নিয়ে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি হাজী আবদুল হান্নান মৃধা’র সভাপতিত্বে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন খান দুলালের সঞ্চালনায় কর্মী সভায় বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আব্দুল বাতেন মিয়া, কোষাধ্যক্ষ হাজী আবদুল হক মোল্লা, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শফিক বিশ্বাস, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোঃ মহিউদ্দিন খান মঞ্জু, হরিরামপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও ধুলশুড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান খান, উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী ওবায়দুর রহমান বাবুল প্রমুখ।
এছাড়াও সভায় জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *