নিজস্ব প্রতিবেদক :
আসন্ন ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে অংশগ্রহণের জন্য বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জনগণের ভালবাসায় সিক্ত হয়ে ২ দিন বাকি থাকতেই মনোনয়নপত্র জমা দিলেন মানিকগঞ্জের হরিরামপুরের ৬নং বয়ড়া ইউনিয়নের টানা তিনবারের নির্বাচিত বর্তমান চেয়ারম্যান জাহিদুর রহমান তুষার।
৭ ডিসেম্বর (মঙ্গলবার) দুপুরে উপজেলা নির্বাচন কমিশনে মনোনয়নপত্র দাখিল করেন। আসন্ন ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন।
২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি ২২৩৮ ভোট পেয়ে মসনদে বসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সরকারদলীয় বিদ্রোহী প্রার্থী পবিত্র কুমার শাখারী পান ১৬৮৬ ভোট।
নির্বাচনে অংশগ্রহণ নিয়ে জাহিদুর রহমান তুষার জানান, “সাধারণ জনগণের ভালোবাসা নিয়ে আমি টানা তিনবার নির্বাচনে অংশগ্রহণ করে জয়লাভ করি। এবারেও আমি জনগণের ভালোবাসা নিয়েই নির্বাচনে এসেছি। জনগণই জয় পরাজয়ের মূল উৎস। আমি যদি জনগণের জন্য কাজ করে থাকি, তাহলে আমাকে ভোট দিবে। কতটুকু করতে পেরেছি তার প্রমাণ একমাত্র জনগণ। আমি আশাবাদী গত নির্বাচনের ন্যায় এবারের নির্বাচনেও জনগণ আমার পাশে আছে এবং থাকবে, ইনশাআল্লাহ।
” উল্লেখ্য, ৫ম ধাপের ৭০৭টি ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনের ভোট গ্রহণের তারিখ অপরিবর্তিত রেখে অন্যান্য কার্যক্রমের তারিখ পুনঃ নির্ধারণ করে গত ৩০ নভেম্বর এক বিজ্ঞপ্তি প্রদান করে বাংলাদেশ নির্বাচন কমিশন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ১২ ডিসেম্বর। আপিল দায়ের ১৩- ১৫ ডিসেম্বর এবং আপিল নিষ্পত্তি ১৮ ডিসেম্বর। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৯ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ দেয়া হবে ২০ ডিসেম্বর। নির্বাচন অনুষ্ঠিত হবে নতুন বছর ২০২২ এর ৫ জানুয়ারি।