জ. ই. আকাশ, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি :

মানিকগঞ্জের হরিরামপুরে ট্রাক্টরের ধাক্কায় আব্দুল্লাহ সায়েম লিপু (২৮) নামের এক মোটরসাইকেল আরোহী ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকেল তিনটার দিকে উপজেলার হরিরামপুর-ঝিটকা সড়কের আন্ধারমানিক এলাকায় এই ঘটনা ঘটে। নিহত লিপু উপজেলার বয়ড়া ইউনিয়নের কর্মকান্দি বয়ড়া গ্রামের লালমদ্দিনের ছেলে।

তিনি উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি ছিলেন। লিপুর মামা উপজেলা কৃষক লীগের আহ্বায়ক শহিদুর রহমান শহিদ বলেন, আজ বিকেলে হরিরামপুর-ঝিটকা আঞ্চলিক সড়কের আন্ধারমানিক এলাকার হামিদ মাস্টারের বাড়ির সামনে বালুবাহী ট্রাক্টর লিপুর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় লিপুকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় পরবর্তীতে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি তানভীর সিদ্দিক বলেন, আব্দুল্লাহ সায়েম লিপু উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। সম্প্রতি হরিরামপুরে চালু হওয়া ওয়াল্টন প্লাজায় বিক্রয়কর্মী হিসেবে কর্মরত ছিলেন। এভাবে সড়কে হত্যা মেনে নেয়া যায় না। লিপুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে হরিরামপুর উপজেলা ছাত্রলীগ। সন্ধ্যায় উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. লুৎফর রহমান এবং সাধারণ সম্পাদক কামরুল হাসান ফিরোজ স্বাক্ষরিত এক শোকবার্তায় এ তথ্য জানানো হয়।

শোকবার্তায় গভীর শোক প্রকাশের পাশাপাশি লিপুর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন তাঁরা। হরিরামপুর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *