J.I. Akash

জ. ই. আকাশ, হরিরামপুর (মানিকগঞ্জ) থেকে :
১১ নভেম্বর ২০২১

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে মানিকগঞ্জের হরিরামপুরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১ টায় প্রথমেই উপজেলা চত্ত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও কেক কাটা হয়। এর পরেই বের করা হয় এক বর্ণাঢ্য র‍্যালি। র‍্যালিটি উপজেলা পদক্ষিণ করে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে এসে শেষ হয়। র‍্যালি শেষে উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক আমিনুর রহমান চৌধুরী মিল্টনের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রব, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ ফরিদ মোল্লা ও কামাল হোসেন সহ আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্য এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবলীগের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৭২ সালের ১১ নভেম্বর শেখ ফজলুল হক মনি এই আওয়ামী যুবলীগ নামের এই যুব সংগঠনটি প্রতিষ্ঠা করেন। তৎকালীন আমলে তিনিই সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *