
জ. ই. আকাশ, হরিরামপুর মানিকগঞ্জ প্রতিনিধি :
মানিকগঞ্জের হরিরামপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মোঃ আতাউর রহমানের (৬৮) দাফন সম্পন্ন হয়েছে। ৭ নভেম্বর (সোমবার), বেলা ১১ টায় হরিরামপুর উপজেলা চত্বরে মরহুমের জানাযা সম্পন্ন হয়। বীরমুক্তিযোদ্ধা আতাউর রহমান উপজেলার আন্ধারমানিক গ্রামের মৃত-শেখ ওয়াজ উদ্দিনের মেঝো ছেলে। তিনি বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সাবেক সিনিয়র কর্মকর্তা।
পারিবারিক সুত্রে জানা যায়- মোঃ আতাউর রহমান গত রোববার বিকেলে মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভুগছিলেন।
পরিবারের মধ্যে তার স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। জানাযা শেষে আন্ধারমানিক পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
মুক্তিযোদ্ধা মোঃ আতাউর রহমানের দাফনের পূর্বে হরিরামপুর উপজেলা প্রশাসন ও পুলিশের একটি দল গার্ড অব অনার প্রদান করেন। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার আব্দুল গাফফার, হরিরামপুর থানা পুলিশ পরিদর্শক মোঃ তৌহিদুল ইসলাম (ওসি তদন্ত), হরিরামপুর উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ হাসান ইমামসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।