হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি :২নভেম্বর
মানিকগঞ্জের হরিরামপুরের দুর্গম চরাঞ্চলের ১১নং সুতালড়ী ইউনিয়নের উপনির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে বলে গেছে। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। তিনটি কেন্দ্রের ৯টি ওয়ার্ডের বুথ ঘুরে দেখা যায়, বেলা সাড়ে এগারোটা পর্যন্ত ৯৫৬ জন ভোটার ভোট দিয়েছেন।
তবে দুর্গম চরাঞ্চল হওয়ায় বিভিন্ন স্থানে ভোটার ছড়িয়ে ছিটিয়ে থাকায় উপস্থিতির হার আশানুরূপ কম। উপজেলা সদর থেকে এ অঞ্চলের দূরত্ব প্রায় ৬ কিলোমিটার হলেও জেলার সিঙ্গাইর, সাটুরিয়া, সদর উপজেলাসহ ঢাকা জেলার সাভার ও পার্শ্ববর্তী জেলা গাজীপুর থেকেও ভোটারগণ ভোট দিতে আসছেন।
এতে কেন্দ্র ঘুরে দেখা যায়, ডুবাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১, ২ ও ৩ নং ওয়ার্ডের ভোটাররা, সুতালড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের ভোটাররা, সুতালড়ি ইউনিয়ন পরিষদ ভবনে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের ভোটাররা ভোট দিচ্ছেন।
৩নং কেন্দ্রের প্রিজাইডিং অফিসার কামরুল ইসলাম বলেন, শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে। ভোটার উপস্থিতি ভালোই। তবে চাপ নেই। এ পর্যন্ত ১১০ জন ভোটার ভোট দিয়েছেন। সাড়ে এগারোটা পর্যন্ত মোট ভোটারের ৩০% এর বেশি ভোটার ভোট দিয়েছেন।
ডুবাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩টি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ বলেন, কোনা প্রকার বিশৃঙ্খলা নেই। শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ চলছে। ডুবাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে সাড়ে এগারোটা পর্যন্ত ৪০৯ জন ভোটার ভোট দিয়েছেন। এখন পর্যন্ত ৫২% ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
তবে সব মিলিয়ে এ রির্পোট লেখা পর্যন্ত ৪০% ভোট গ্রহণ শেষ হয়েছে বলেও জানা যায়।

সরকারদলীয় আ’ লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী গোলজার হোসেন বাচ্চু বলেন, “সম্পূর্ণ শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ভোটারগণ স্বতস্ফুর্তভাবে ভোট প্রদান করছেন।
আনারস প্রতীকের প্রার্থী এমদাদুল হক বলেন, “কোনো ধরনের বিশৃঙ্খলা নেই। ভোটাররা শান্তিপূর্ণ ভোট দিচ্ছেন।”
উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ গোলাম রাশেদ বলেন, “নির্বাচনে ২৬৪০ জন ভোটার ভোট দিবেন। নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিজিবিসহ আইন শৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছেন। কোনো ধরনের বিশৃঙ্খলা নেই।”
উল্লেখ্য, গত ৮ জুন সুতালড়ি ইউনিয়ন পরিষদের
সরকার দলীয় চেয়ারম্যান আব্দুস সালাম মারা গেলে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন অফিস।
উপনির্বাচনে নৌকা প্রতীকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু, স্বতন্ত্র প্রার্থী হিসেবে দলীয় বিদ্রোহী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক এমদাদুল হক বাদল আনারস প্রতীকে এবং বিএনপি পন্থিমোটরসাইকেল প্রতীকে আব্দুল হক মোল্লা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *