
জ. ই. আকাশ হরিরামপুর (মানিকগঞ্জ) থেকে :
মানিকগঞ্জের হরিরামপুরের দুর্গম চরাঞ্চলের তিনটি ইউনিয়ন আজিমনগর, লেছড়াগঞ্জ ও সুতালড়ী ইউনিয়নের দুঃস্থ ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
১৭ জানুয়ারি (সোমবার) দুপুরে মানিকগঞ্জ জেলা পুলিশের আয়োজনে ও বেসো ফাউন্ডেশনের সহযোগিতায় তিনটি ইউনিয়নের প্রায় ৪’শ অসহায় শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, পিপিএম-বার)। এছাড়া আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার মোঃ হোসাইন মুহাম্মদ রায়হান, সহকারী পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) মোহাম্মদ রেজাউল হক, সহকারী পুলিশ সুপার (এসপিডিএসবি) মোঃ নাসির উদ্দীন মল্লিক, হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ তৌহিদুর রহমানসহ লেছড়াগঞ্জ ইউনিয়নের নবনির্আাচিত চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।