May be an image of 3 people, people standing and outdoors জ. ই. আকাশ, হরিরামপুর (মানিকগঞ্জ) থেকে :

মানিকগঞ্জের হরিরামপুরের হারুকান্দি ইউনিয়নের ভেলাবাদে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে রমনা গ্রীণ ওয়েলফেয়ার সোসাইটি, ঢাকা এর মিলনমেলা উপলক্ষে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

১৪ জানুয়ারি (শুক্রবার) বিকেলে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের দাতা সদস্য বীরমুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদের পৃষ্ঠপোষকতায় এ ফুটবল ম্যাচ উদ্বোধন করেন সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. রেজাউল করিম। ফুটবল ম্যাচ শুরুর পূর্বে আন্ধারমানিক মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা মিউজিক ডিসপ্লে প্রদর্শন করে।

রমনা গ্রীণ ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি এবিএম শরিফ এর সভাপতিত্বে প্রীতি ম্যাচে আরও উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত সচিব ইয়াকুব আলী, মানিকগঞ্জের শতমানিক বইয়ের লেখক আজহারুল ইসলাম, মানিকগঞ্জ পল্লী বিদুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী আব্দুর রশিদ মৃধা, সরকারি বিচারপতি নূরুল ইসলাম মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শ্বাশত কুমার শীল, প্রবীন মুক্তিযোদ্ধা ও বয়ড়া ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান আওলাদ হোসেন, রমনা গ্রীণ ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, মানিকগঞ্জ জেলা পরিষদের সদস্য হায়দার আলী তারেক, হরিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম, দেশ বরেণ্য সংগীত শিল্পী কিরণ চন্দ্র রায়, হারুকান্দি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান শেখ মোশারফ হোসেন ও অান্ধারমানিক মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী হাসান টিপুসহ ওয়েলফেয়ার সোসাইটির অন্যান্য কর্মকর্তা, সদস্যবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল বাশার সবুজ। খেলায় মানিকগঞ্জ খোকন একাডেমি ও সাটুরিয়ার স্বপন একাডেমি অংশগ্রহণ করে। ট্রাইব্রেকারে ৪-৩ গোলে খোকন একাডেমিকে হারিয়ে সাটুরিয়া স্বপন একাডেমি চ্যাম্পিয়ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *