জ. ই. আকাশ, হরিরামপুর (মানিকগঞ্জ) থেকে :
আসন্ন ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ১৩টি ইউনিয়নের দলীয় প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। সরকার দলীয় প্রার্থীদের শতশত নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে উপজেলা চত্ত্বর। বিপুল উৎসাহ উদ্দীপনায় আ’ লীগ মনোনীত দলীয় প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন।
৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ক্ষমতাসীন দলের প্রার্থীদের মধ্যে চমক দেখান ২নং গালা ইউনিয়নের সরকার দলীয় মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজিবুল হাসান রাজিব। দুটি ট্রলিতে বক্সসেট বাজিয়ে নাচে গানে আর স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে পুরো উপজেলা চত্ত্বর। এ সময় তার সাথে প্রায় সহস্রাধিক ইউনিয়নের দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ অংশ নেয়।
এর পর পরেই বিশাল মিছিলের বহর নিয়ে মনোনয়নপত্র জমা দিতে আসেন বলড়া ইউনিয়নের সরকার দলীয় নৌকা প্রতীক মনোনীত প্রার্থী মোসলেম উদ্দিন খান কুন্নু। তার মিছিলেও দেখা যায় প্রায় সহস্রাধিক দলীয় নেতাকর্মী ও ভক্তবৃন্দ। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আবিদ হাসান বিপ্লব।
এরপরে একে একে বয়ড়া ইউনিয়নের মহিদুর রহমান মহিদ, রামকৃষ্ণপুর ইউনিয়নের ইদ্রিস লাভলু, গোপীনাথপুর ইউনিয়নের সোহরাব আলী আকন্দ, কাঞ্চনপুর ইউনিয়নের গাজী বনি ইসলাম রূপক, বাল্লা ইউনিয়নের বাচ্চু মিয়া, লেছড়াগঞ্জ ইউনিয়নের সৈয়দ মোয়াজ্জেম হোসেন, হারুকান্দি ইউনিয়নের শেখ ফারুক হোসেন, চালা ইউনিয়নের আব্দুল মজিদ, ধূলশুড়া ইউনিয়নের জায়েদ খান, আজিমনগর ইউনিয়নের বিল্লাল হোসেন ও সুতালড়ী ইউনিয়নের আব্দুস সালাম শেষ দিনে মনোনয়নপত্র জমা দেন।
উল্লেখ্য, ৫ম ধাপের ৭০৭টি ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ১২ ডিসেম্বর। আপিল দায়ের ১৩- ১৫ ডিসেম্বর এবং আপিল নিষ্পত্তি ১৮ ডিসেম্বর। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৯ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ দেয়া হবে ২০ ডিসেম্বর। নির্বাচন অনুষ্ঠিত হবে নতুন বছর ২০২২ এর ৫ জানুয়ারি।