মাহিদুল ইসলাম মাহি
মানিকগঞ্জের হরিরামপুরে ‘কবিতার জায়নামাজ সাহিত্য পর্ষদ’-এর উদ্যোগে ‘সাহিত্য মেলা’ অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের বকচর পদ্মাপাড়ের খেলার মাঠে মেলার আয়োজন করে কবিতার জায়নামাজ সাহিত্য পর্ষদ’। সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত মেলা চলে।
সাহিত্য মেলা’র উদ্বোধন করেন হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। এম এ মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান এবং মেলার আহ্বায়ক শেখ জাহিদ আজিমের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে এডভোকেট দীপক কুমার ঘোষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আইন মন্ত্রনালয়ের সিনিয়র সহকারি সচিব তৈয়বুল আজহার, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান আবুল বাশার সবুজ প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রবন্ধ পাঠানুষ্ঠানে প্রবন্ধ পাঠ করেন কবি ফারহান ইশরাক, প্রবন্ধের ওপর আলোচনা করেন অধ্যাপক আবুল ইসলাম শিকদার, আইয়ুব মুহাম্মদ খান ও ইমাম গাজ্জালী।
সংগীতানুষ্ঠানে সংগীত পরিবেশনা করেন মো. মহিদুল ইসলাম, ত্রিবেণী পান্না, জিনাত ফেরদৌস ছবি ও সরদার হীরক রাজা। এছাড়া উচ্চাঙ্গসংগীত পরিবেশনায় ছিলেন ইলহাম ফুলঝুরি খান ও ইসরা ফুলঝুরি খান। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে ‘ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন’-এর মূকাভিনয় পরিবেশনা ছিলো।
‘