মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইসরাত জাহানের ব্যাপক অনিয়ম ও দুর্নীতির বিচার এবং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে হরিরামপুর এলাকাবাসী ও সচেতন মহলের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এর আগে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ইসরাত জাহানের ব্যাপক অনিয়ম ও দূর্ণীতির বিচার এবং তার প্রত্যাহারের দাবিতে উপজেলা হাসপাতালের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ঝিটকা-হরিরামপুর সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের সামনে গিয়ে মানববন্ধন করে। এতে এলাকার বিভিন্ন পেশার ২ শতাধিক মানুষ অংশ নেন।

মানববন্ধনে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিদুর রহমান, উপজেলা যুবলীগের আহ্বায়ক আমিনুর রহমান, উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ইমান আলী, কৃষক লীগের সদস্য সচিব শহিদুল ইসলাম, বয়ড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি টিপু দেওয়ান, বয়ড়া ইউনিয়নের ইউপি সদস্য আনোয়ার হোসেন, মিরাজ মিয়া, বয়ড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুবোধ শাখারী প্রমূখ বক্তব্য রাখেন। মানববন্ধনে নানা শ্রেণিপেশার মানুষসহ ২ শতাধিক লোক অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা ক্ষোভের সাথে বলেন, হরিরামপুর উপজেলা হাসপাতালের ওষুধ ক্রয়, আসবাবপত্র ক্রয়, নৌ-অ্যাম্বুলেন্স মেরামত ও জ্বালানী খরচ, পরিষ্কার পরিচ্ছন্নতাসহ বিভিন্ন খাতে ডা. ইসরাত জাহান ভুয়া বিল ভাউচার দিয়ে মোটা অংকের অর্থ আত্নসাৎ করেছেন। এসময় তাঁর অনিয়ম-দুর্নীতির বিচারসহ তাকে দ্রুত প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় পরবর্তীতে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *