জ. ই. আকাশ, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি :
মানিকগঞ্জের হরিরামপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২২ জয়িতা অন্বেষনে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। গত ৯ ডিসেম্বর (শুক্রবার) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ সম্মাননা প্রদান করা হয়। এতে এ বছর হরিরামপুর উপজেলা থেকে তিন নারীকে জয়িতা পুরস্কার প্রদান করা হয়। এরা হলেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মৃদুলা রহমান নিলু, যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইয়ুম ফারহানা ও তরুণ উদ্যোক্তা শওকত আরা ফাতিমা মৌ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হরিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান। উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম এঁর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) তাপসী রাবেয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাজেদা চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ হাসান ইমাম বাবু, বীর মুক্তিযোদ্ধা আওলাদ হোসেন প্রমুখ।