জ. ই. আকাশ, হরিরামপুর মানিকগঞ্জ প্রতিনিধি :
মানিকগঞ্জের হরিরামপুরে উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ কার্যালয়ে ৩১তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৪তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
৬ ডিসেম্বর (মঙ্গলবার) দুপুর ১২ টার দিকে র্যালির মধ্য দিয়ে দিবসটি পালনের কার্যক্রম শুরু হয়। এতে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র অফিসার শুক্লা সরকার, জেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ কর্মকর্তা মো: আলামিন ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আইয়ুব আলীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন প্রতিবন্ধীগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত প্রতিবন্ধীদের মধ্যে ০৬ টি হুইলচেয়ার, ০৭ টি সাদাছড়ি ও ০১ টি কানের শ্রবণ যন্ত্র বিতরণ করা হয়।