সিংগাইর (মানিকগঞ্জ)প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইর থানার অন্তর্গত ধল্লা পুলিশ ক্যাম্প এলাকাসহ উপজেলার বিভিন্ন স্থানে আইন-শৃংখলার চরম অবনতি ঘটেছে। বেড়েছে হত্যাসহ অপরাধ মূলক কর্মকান্ড।
গত ৫ আগস্টের পূর্বে এ উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে দৃশ্যমান কোন অপ্রীতিকর ঘটনা না ঘটলেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পর ধল্লা পুলিশ ক্যাম্পে হামলা লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় ৩০০-৪০০ জনকে আসামী করে মামলা হলেও কেউ গ্রেপ্তার হয়নি। থানা এলাকায় দুটি খুনের ঘটনায় আসামিরা রয়েছে ধরাছোঁয়ার বাইরে।আওয়ামীলীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর উপজেলার বিভিন্ন এলাকায় অগ্নিসংযোগসহ হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী অনেকেই অভিযোগ দিয়েও পাচ্ছে না কাংখিত পুলিশী সেবা। অপর দিকে, রাজধানীর প্রবেশ পথে পুলিশ ক্যাম্প চালু না হওয়ায় চরম আতঙ্কিত ক্যাম্প এলাকার বাসিন্দারা।
জানা যায়, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ভাষা শহীদ রফিক সেতুর পশ্চিম পাশে সিংগাইর থানার অন্তর্গত প্রায় একযুগ আগে ধল্লা পুলিশ ক্যাম্প কার্যক্রম শুরু হয়। ক্যাম্পটিতে একজন এসআই, একজন এএসআই, সুবেদার ও হাবিলদারসহ সার্বক্ষণিক ১১ জন পুলিশ সদস্য আইনশৃঙ্খা রক্ষায় নিয়োজিত থাকতেন। গত ৫ আগস্ট দুষ্কৃতিকারীরা হামলা ও লুটপাটসহ আগুন দিয়ে পুড়িয়ে ক্যাম্পের ব্যাপক ক্ষতি সাধন করে। এর পর থেকে বন্ধ রয়েছে এ ক্যাম্পের পুলিশী কার্যক্রম। পুলিশ ক্যাম্পে আগুন দেয়ার ঘটনায় বিশেষ ক্ষমতায় পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করেছেন।
এদিকে, গত সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে ধল্লা ক্যাম্পের দক্ষিণ পাশে ধলেশ্বরী নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির (৫০) অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।এর আগে ৩ সেপ্টেম্বর পুলিশ ক্যাম্প এলাকা ধল্লা ইউনিয়নের লাঙ্গলিয়াা খালাসীপাড়া ধলেশ্বরী নদীর উত্তর পাড় নিজ জমির পেঁপে ক্ষেত থেকে জবেদ আলী (৪৫) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেন থানা পুলিশ। পরিবার হত্যার দাবি করলেও ঘটনার রহস্য উদঘাটিত হয়নি। স্থানীয়রা জানান, ধল্লা পুলিশ ক্যাম্পের কার্যক্রম চালু না থাকায় এলাকায় আইনশৃঙ্খলার অবনতি ঘটছে। এলাকাবাসী দ্রুত ক্যাম্পের পুলিশী কার্যক্রম চালুর জোর দাবি জানিয়েছেন।
এ ছাড়া গত ১৪ সেপ্টেম্বর ভোর রাতে তালেবপুর গ্রামের মুক্তার মিয়া নামের একজনকে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, বেশ কিছু পুলিশ বদলি হয়েছে। পর্যাপ্ত পরিমাণ পুলিশ এলে দ্রুত ধল্লা পুলিশ ক্যাম্প চালু করা হবে। তার পরেও যতটুকু সম্ভব থানার পুলিশ দিয়ে আইনশৃঙ্খলার দিকে সার্বক্ষনিক নজর দেয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *