মানিকগঞ্জ সংবাদদাতা ,৮ আগস্ট
বিএনপির চেয়ারপার্সনে‌র উপদেষ্টা ও মানিকগঞ্জের জেলা সভাপতি আফরোজা খান রিতা বলেন, হিন্দু মুসলমান ভাই ভাই প্রতিহিংসাবসত কারো বাড়িঘর ও সম্পদের নষ্ট করা যাবে না। আমাদের দলের সুনাম নষ্ট করা যাবে না। হিন্দু সম্প্রদায়ের জানমালের নিরাপত্তার দায়িত্ব বিএনপি নেতা কর্মীদেরকে রক্ষা করতে হবে।একটি কুচক্রীমহল সাধারণ মানুষের বাড়িঘর ভাঙচুর করে বিএনপির ওপর দায়ী চাপানোর চেষ্টা করছে তাদেরকে এ অপচেষ্টা রুখতে হবে

আজ বৃহস্পতিবার মানিকগঞ্জে  জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ রাখার লক্ষ্যে  সাটুরিয়া উপজেলা বিএনপি উদ্যোগে দড়গ্রাম ও সাটুরিয়া বাস স্ট্যান্ড এলাকায় এক পথসভার প্রধান অতিথির বক্তব্যে িএ কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও সাটুরিয়া উপজেলা সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন যাদু,অফিস সম্পাদক আরিফুল হোসেন লিটন,জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রফিক উদ্দিন ভূঁইয়া হাবু, বিএনপি নেতা আবদুস সালাম বাদল,যুবদল নেতা মো.তুহিনুর রহমান, কবির হোসেন,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এড.জিন্নাহ খান, ছাত্রদলের জেলা সভাপতি আব্দুল খালেক প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *