Md. Rakib Biswas Press
সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:
হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে প্রতিনিয়ত র্দূঘটনায় প্রান হারাচ্ছে অনেকে,খালি হচ্ছে অনেক মায়ের বুক। বিষয়টি পুলিশ প্রশাসনের নজরে আসলে বেশ বিছুদিন ধরে বিভিন্ন ভাবে ইজিবাইক,হ্যালো বাইক,অটোরিকসা আঞ্চলিক সড়কে চালানো নিষেধ করলেও মানছে কেউ।
তারই ধারাবাহিককায় আজ বুধবার(৯ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান পিপিএম বার এর দিক নির্দেশনায় সিংগাইর সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মোহা.রেজাউল হক এর তত্ত্বাবধানে সিংগাইর থানা পুলিশ বিভিন্ন ঝুকি পূর্ন এরিয়াতে ফেস্টুন লাগিয়ে সর্তক করে দেন এবং যারা নিষেধাজ্ঞা অমান্য করে মহাসড়কে হ্যালো বাইক অটোবাইক,অটোরিকসা চলাচল করেছিল তাদের ২০টি গাড়ি জব্দ করা করেন । এ ছাড়াও কাগজ পত্র বিহীন বিভিন্ন প্রকার যানবাহন জব্দ করা হয়েছে বলে জানা যায়। এ ব্যাপারে সিংগাইর সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মোহা.রেজাউল হক জানান-আমরা দীর্ঘদিন ধরে মহাসড়কে র্দূঘটনা রোধকল্পে হ্যালো বাইক,ইজি বাইক,অটোরিকসা চলাচলে নিষেধ করলেও না মানায় আজ থেকে কঠোর অভিযান পরিচালনা করছি এবং যে সমস্ত গাড়ী জব্দ করেছি। সেগুলি ডাম্পিং করব। এ সময় স্থানীয় উপস্থিত সাংবাদিকদের উদেশ্য বলেন-আপনারা আমাদের এ অভিযানের বার্তা পৌছে দিবেন বলে সহযোগীতা কামনা করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *