সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ২৭তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। সোমবার(১০ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগীতা শেষে দুপুর ২ টার দিকে বিজয়ীদের মধ্যে পুরুস্কার তুলে দেয়া হয়। এ সময় সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আবু বক্কর ছিদ্দিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,উপজেলা নির্বাহি অফিসার মো.কামরুল হাসান সোহাগ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম আব্দুল হান্নান,সিংগাইর সদর ইউপি চেয়ারম্যান মো.জাহিনুর রহমান সৌরভ,সিংগাইর সরকারি কলেজের সাবেক অধ্যাপক জগদীশ চন্দ্র মালো,সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো.আতাউর রহমান,বাইমাইল কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবু বক্কর ছিদ্দিক, মহিলা বিষয়ক কার্যালয়ের খন্দকার দুলাল,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.আল মামুন,বিশিষ্ট ব্যবসায়ী মো.আহসান হাবিব,লেখক ও কৃষি গবেষক ড.জিল্লুর রহমান,সিংগাইর প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও দৈনিক ইনকিলাব “প্রতিনিধি মো.রকিবুল হাসান বিশ্বাসসহ অত্র বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা,শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিশেষে,যেমন খুশি তেমন সাজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *