মানিকগঞ্জ সংবাদদাতা,৯ আগস্ট
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে সরকারপ্রধান থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে যান সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরই সারাদেশর মত মানিকগঞ্জেও ছাত্র-জনতা উল্লাসে মেতে ওঠে এবং আওয়ামী লীগসহ বিভিন্ন সরকারি স্থাপনায় ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে জেলার বিভিন্ন সরকারি স্থাপনা ও রাস্তাঘাটে ময়লা-আবর্জনায় ভরে যায়। সরকারি এসব স্থাপনায় পরিষ্কার-পরিচ্ছান করেন মাদ্রাসার শিক্ষার্থীরা।
শুক্রবার (৯ আগস্ট) সকাল ৭ টা থেকে বেউথা বাসস্ট্যান্ড এলাকা ও খালপার পর্যন্ত রাস্তার মধ্যে পড়ে থাকা সকল প্রকার ময়লা আবর্জনা পরিষ্কার করা হয়।
এ কর্মসূচির নেতৃত্বদেন বেউথা দারুল আবরার আল ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা মোঃ ইসরাফিল হোসেন। এদের সহযোগিতা করেন দোয়াতআলী আলিম মাদ্রাসার সহকারী সুপার মাওলানা আব্দুল খালেক,জেলা জজ কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট জাহাঙ্গীর আলম, বাংলাদেশ সাংবাদিক সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহনুর ইসলাম,কোষাধ্যক্ষ এস এম সাইফুল্লাহ।